ওয়েস্ট ব্রুমের কাছে ম্যান ইউয়ের হার


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৭ মার্চ ২০১৬

চার ম্যাচ পর আবারও হারের স্বাদ পেলো দশ জন নিয়ে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্বল ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ১-০ গোলে হার মানে লুইস ফন গালের শিষ্যরা।

ওয়েস্ট ব্রমের মাঠে রোববার খেলার ২৩ ও ২৬ মিনিটে পর পর দু’বার ফাউল করে প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা। ফলে দশ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। দশ জনের ম্যানইউকে পেয়ে একের পর এক আক্রমণে ব্যস্ত থাকে ওয়েস্ট ব্রুম। তবে বিরতির আগে কোন দলই গোলের দেখায় পায়নি।

বিরতির পর সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে হোসে সালোমন রনদনের গোলে লিড পায় ওয়েস্ট ব্রুম। আর এই একটি গোলই জয় নিশ্চিত করে দলটির। এই হারে সেরা চারে থেকে লিগ শেষ করার কাজটা আরও কঠিন হয়ে গেলো ইউনাইটেডের। ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।