তেঁতুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় একটি বাঁশঝাড় থেকে আব্বাস আলী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তেঁতুলিয়া থানা পুলিশ তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্বাস আলী পেশায় একজন ট্রাক্টর চালক। সে ভজনপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের তবিবর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, রোববার রাতে কাজ শেষে আব্বাস আলী বাড়ি ফেরেনি। সোমবার সকালে ভজনপুরের গোলাব্দীগছ এলাকার একটি বাশঁঝাড়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তেঁতুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরেস চন্দ্র বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
সফিকুল আলম/এফএ/এমএস