গোপালগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৭ মার্চ ২০১৬

গোপালগঞ্জে সরকার দলীয় প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে বেআইনিভাবে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ উঠেছে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে।

সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার ৫নং গোপীনাথপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরীফ রাফিকুজ্জামান রিটার্নিং অফিসার ও পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি বড়ালের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

শরীফ রাফিকুজ্জামান অভিযোগ করে বলেন, বিগত ২০০৪ সালে ৯ অক্টোবর গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার আলী বক্স শেখের ছেলে মোতালেব শেখ ছাগল উৎপাদনের জন্য সোনালী ব্যাংকের পাঁচুড়িয়া শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন (হিসাব নং ৩৭০০০৫৪৭)। ওই ঋণের জামিনদাতা ছিলেন তিনি। কিন্তু সময়মতো মোতালেব শেখ ব্যাংকের টাকা পরিশোধ না করায় রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জের পাট কর্মকর্তা উজল কান্তি বড়াল জামিনদাতা হওয়ার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন। যা সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যমূলক।

তিনি আরো বলেন, মোতালেব শেখ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তার ওয়ারিশরা এ টাকা পরিশোধ করবেন। তারপরও  রিটার্নিং অফিসারের কথানুযায়ী আমি ঋণ গ্রহীতা মোতালেব শেখের ওই ঋণের টাকা সুদ আসলে ব্যাংকে পরিশোধ করি। ৬ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ দিন ৫টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে রশিদ জমা করলেও তিনি রহস্যজনক কারণে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন। এছাড়া  রিটার্নিং অফিসার স্থানীয় সরকার  ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা’ ২০১০ এর বিধি ১৪ এর বিধান অনুযায়ী প্রেসক্রাইব ফরমেটে  মনোনয়নপত্রটি পরীক্ষান্তে গ্রহণ/বাতিল করা হলো না লিখে একটি সাদা কাগজে লিখে তা আমাকে ধরিয়ে দেন।

আমি মনে করি, সরকার দলীয় প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে প্রভাবিত হয়ে তিনি উদ্দেশ্যমূলক ও বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করেন।

এছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমি মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আগে থেকে সেখানে অবস্থান নেয়া সরকারদলীয় ছাত্র সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর রোষানলে পড়ি। রিটার্নিং অফিসারের সামনে তারা আমাকে মনোনয়নপত্র জমা না দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। সেক্ষেত্রেও রিটার্নিং অফিসারের কোনো প্রতিবাদ করেননি।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার উজল কান্তি বড়ালের সঙ্গে কথা বললে তিনি জানান, ব্যাংকের অপত্তির কারণে তার মনোনয়পত্র বাতিল হয়েছে। চাইলে তিনি আপিল করতে পারেন।

এস এম হুমায়ূন কবীর/এমজডে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।