শরণার্থী ইস্যুতে একমত ইউরোপ-তুরস্ক
শরণার্থী সংকট নিয়ে প্রস্তাবিত একটি খসড়া চুক্তিতে একমত হয়েছে ইউরোপ ও তুরস্ক। শরণার্থী স্রোত ঠেকাতে ব্রাসেলসে একদিনের সম্মেলনে অংশ নিয়েছিলেন দু’দেশের শীর্ষস্থানীয় নেতারা। ওই সম্মেলনের পরই এবিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলন শেষে শরণার্থী সংকট প্রশমনে একটি বিস্তৃত পরিকল্পনার বিষয়ে একমত হয়েছেন নেতারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আরো সময় লাগতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এ সম্পর্কে বলেন, গ্রীসে পৌঁছানো শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে সামনের সপ্তাহেই একটি চূড়ান্ত চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলো থেকে বহু শরণার্থী ইউরোপে পাড়ি দিচ্ছে। আর একারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী সংকট নিয়ে প্রথমবারের মত চাপের মুখে রয়েছে ইউরোপ। তাছাড়া বেশিরভাগ শরণার্থীই তুরস্ক হয়ে ইউরোপ পাড়ি দিচ্ছে। তাই শরণার্থী স্রোতে বেশ বেগ পেতে হচ্ছে তুরস্ককেও।
প্রসঙ্গত, যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার ২৭ লাখের বেশি শরণার্থীকে ইতোমধ্যেই আশ্রয় দিয়েছে তুরস্ক। তাই শরণার্থী সংকট নিয়ে ইউরোপের পাশাপাশি তুরস্কও বেশ চাপের মধ্যে আছে। এবিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্যই দু’দেশের নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন।
টিটিএন/পিআর