আড়াই বছরের শিশু অপহরণের পর নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

আড়াই বছরের একটি শিশুকে অপহরণের পর নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয় অপহরণকারীরা। শিশুটিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতারের পর এমন তথ্য জানালো চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বায়েজিদ ও হাটহাজারী এলাকা থেকে গ্রেফতার করা হয় চারজনকে। শনিবার ১১টার দিকে চান্দগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন এলাকার নুর ইসলাম ওরফে মুরাদ (২৪), বালুচরা তুফানী রোড খন্দকিয়ার হাট কলোনির জুয়েল (১৯), হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের রাসেল (৩৭), হাটহাজারীর ছিপাতলী লুতি তালুকদার বাড়ির নাজিম উদ্দিনের স্ত্রী রিমা আক্তার (৩০)। এই ঘটনায় সন্দেহভাজন মো. হাশেম (২৯) নামে এক ব্যক্তি পলাতক রয়েছে।

জানা গেছে, গত ২৫ এপ্রিল দুপুর দেড়টার দিকে বাসার পাশে খেলাধুলা করতে গিয়ে নিঁখোজ হয় মাহিম। এ ঘটনায় মাহিমের মা পারুল বেগম চান্দগাঁও থানায় একটি নিঁখোজের ডায়েরি করেন। এরপর তদন্তে নামে চান্দগাঁও থানার এসআই জালাল আহমেদের নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলের আশেপাশ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করে তারা। ২৮ এপ্রিল শুক্রবার সকালে আসামি মুরাদ ও জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে শুক্রবার বিকালে হাটহাজারীর ছিপাতলী এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও রিমা আক্তারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে শিশু মাহিমকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, শিশু মাহিম নিঁখোজ হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়। শিশুটিকে অপহরণ করে দুই লাখ ২০ হাজার টাকায় রিমার কাছে বিক্রি করে দেয় অপরাধী চক্র।

তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার চারজনসহ ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় রিমাও অপরাধী। তাকেও মামলায় আসামি করা হয়েছে।

এমডিআইএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।