নারী ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার
নারীদের প্রযুক্তিতে দক্ষ করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্পের আওতায় নারীদের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য সরকার সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার এ তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম জাগো নিউজকে বলেন, এক সময় আমরা চিন্তা করতাম অক্ষর না চিনলে সে অশিক্ষিত বা নিরক্ষর। তবে সেই দিন আর নেই। এখন প্রযুক্তি জ্ঞান না থাকলে সে নিরক্ষর। তাই আমরা চাই নারীদের প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে। এজন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প হাতে নেয়া হয়েছে।
জানা গেছে, প্রকল্পের আওতায় সরকার নারীদের প্রশিক্ষক দিয়ে আউটসোর্সিং এর বড় বাজারে নিয়ে যেতে চায়। যাতে নারীরা প্রযুক্তি নির্ভর এ খাতে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন।
সূত্র বলছে, প্রাথমিকভাবে এক হাজারের বেশি নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। নারীর ক্ষমতায়নে সরকার নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতেও প্রশিক্ষণ দেবে।
জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে বাজেটে মোট ১ হাজার ৬৭৯ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। যার মধ্যে ১ হাজার ৩৭৯ কোটি টাকা ব্যয় হবে নারীর প্রত্যক্ষ উন্নয়নে।
উল্লেখ্য, বর্তমান সরকার নারীবান্ধব উদ্যোগে তুলনামূলকভাবে অন্য যেকোনো সময়ের সরকারের তুলনায় বেশি উদ্যোগী। তারই ধারাবাহিকতায় অর্ধ-শতাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে নারীর উন্নয়নে।
এসএ/এসএইচএস/এমএস