আইফোনের জন্য নবজাতককে বিক্রি করলো বাবা-মা


প্রকাশিত: ০৭:১১ এএম, ০৯ মার্চ ২০১৬

আইফোন কেনার জন্য সদ্যজাত সন্তানকে বিক্রি করলেন বাবা-মা। এই জঘন্য ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, ২৩ হাজার ইউয়ানের বিনিময়ে ১৮ দিনের মেয়ে শিশুকে বিক্রি করে দেন তার বাবা-মা। ওই টাকা দিয়ে আইফোন আর একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন শিশুটির বাবা।   

শিশুটির বাবা আদুয়ান এবং মা জিয়াও মেই দু’জনের বয়স মাত্র ১৯। জিয়াওয়ের টাকায় তাদের সংসার চলত। আদুয়ান সারাদিন ইন্টারনেট ক্যাফে নিয়েই পড়ে থাকত। সংসারে কোনো টাকাই দিত না সে। তাই এসময় সন্তান নিতে চায়নি তিনি। ওই শিশুর জন্ম তাদের জন্য মোটেও আনন্দের ছিল না। কেননা শিশুটিকে লালন পালনের জন্য যে অর্থ প্রয়োজন তা তাদের নেই।

এজন্যই শিশুটির জন্মের পর থেকেই তাকে বিক্রি করে দেবার মতলব করতে থাকে তার বাবা। পরে টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেয়ার অপরাধে মেইকে আড়াই বছর এবং আদুয়ানকে তিন বছর সাজা দিয়েছে স্থানীয় আদালত।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।