বৃহন্নলাদের সঙ্গে নাচলেন শাহরুখ খান


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৯ মার্চ ২০১৬

ছবির প্রচারাণায় বরাবরই এক্সপার্ট বলিউড বাদশা শাহরুখ খান। এ নায়কের নতুন ছবি মানেই প্রচারণার অভিনব সব কৌশল আর চোখ ধাঁধানো ব্যস্ততা। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‌‘ফ্যান’র প্রচারণায়।

তারই অংশ হিসেবে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের ব্যান্ড সিক্স-প্যাকের সদস্যদের সঙ্গে এক পরিবেশনায় নাচে অংশ নেন শাহরুখ। গেল সোমবার সে পরিবেশনার ভিডিওটি টুইটারে প্রকাশ করেছে যশরাজ ফিল্মসের তরুণ বিভাগ ওয়াই ফিল্মস। আর এখানে বেশ খোশ মেজাজেই দেখা গেল কিং খানকে।

চলতি বছরেই সংগীতশিল্পী সনু নিগমের হাত ধরে সিক্স-প্যাক ব্যান্ডটি চালু করে ওয়াই ফিল্মস। সে সময় ব্যান্ডটির সদস্যদেরকে একটি গান উপহার দিতে অনুরোধ করেন শাহরুখ। আর প্রিয় মানুষের অনুরোধে সাড়া দিয়ে যখন ব্যান্ডটি সমবেতভাবে গান গাইতে শুরু করলেন, তখন আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি শাহরুখ। তাদের পরিবেশনা ‘ফ্যান’ ছবির ‘জাবরা ফ্যান’ গানটির সঙ্গে নাচতে থাকেন তিনি।  

‘ফ্যান’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আসছে ১৫ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।