কাইয়ূম চৌধুরীর জন্মদিনে জনশিল্পের কিংবদন্তি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৯ মার্চ ২০১৬

তিনি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত ঢাকার সরকারি আর্ট স্কুলের দ্বিতীয় ব্যাচের ছাত্র। কিন্তু তিনি হয়ে উঠেছিলেন চিত্রশিল্পে প্রথম প্রজন্মের শিল্পীদলের অন্যতম। বলছি বরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর কথা।

আজ থেকে ৮৪ বছর আগে ফেনীতে এক খ্রিষ্টান মিশনারির পাদরি-কুটিরে কাইয়ুম চৌধুরীর জন্ম। কে ভেবেছিল সেই ছেলেটি একদিন জগত জয় করবেন রঙের তুলিতে। কাইয়ুম চৌধুরীর বিচিত্র রূপের অনুসন্ধান ও উদ্ভাবন চারুকলার সীমানা ছাপিয়ে গিয়েছিল।

প্রচ্ছদ, অলংকরণ, অক্ষরচিত্রণ, গ্রন্থসজ্জা, পোস্টার পরিকল্পনা ইত্যাদি ব্যবহারিক শিল্পে তিনি অনন্য উচ্চতায় উঠেছিলেন। তার প্রচ্ছদ রচনা ও বাংলা হরফের রূপকল্পনা হয়ে উঠেছিল এ দেশের প্রকাশনার উজ্জ্বলতম উপাদান। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি গড়ে তুলেছেন বাংলাদেশের জনশিল্পের নিজস্ব ভাষা ও রুচি।

শিল্পীর জন্মদিন উপলক্ষে দিনটিকে বিশেষভাবে পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘জনশিল্পের কিংবদন্তি’ নামের একটি বিশেষ প্রদর্শনী উদ্বোধন হচ্ছে আজ বুধবার, ৯ মার্চ বিকেল চারটায়। এটি চলবে আগামী ১২ মার্চ।

প্রদর্শনীতে শিল্পবস্তুগুলোর উপস্থাপন ও পরিকল্পনা করেছেন কাইয়ুম চৌধুরীর দুই ছাত্র শিল্পী ওয়াকিলুর রহমান ও অশোক কর্মকার। এই প্রদর্শনীতে থাকবে চিত্র। পাশাপাশি কাইয়ূম চৌধুরীর লেখা ছড়া, কবিতা, প্রবন্ধ নিয়ে বই। সেইসঙ্গে সৈয়দ আজিজুল হকের কলমে আজ বিকেলেই প্রকাশ হবে কাইয়ুম চৌধুরীর সঙ্গে দীর্ঘ অন্তরঙ্গ আলাপের ভিত্তিতে শিল্পীর একটি জীবনীও।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কাইয়ুম চৌধুরীর দীর্ঘ সাহচর্য ও সখ্য পাওয়া চারজন মানুষ। কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী রফিকুন নবী ও শিল্পানুরাগী আবুল খায়ের। কাইয়ুম চৌধুরী সম্পর্কে তারা বলবেন তাদের অন্তরঙ্গ অভিজ্ঞতার গল্প, উন্মোচন করবেন শিল্পী হিসেবে তার বিশিষ্টতার বিভিন্ন দিক। কাইয়ুম চৌধুরীর প্রিয় কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনাবেন নন্দিত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর কাইয়ূম চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভালের চতুর্থ দিনে তার বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে সি এম এইচ- এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।