সাভারে সড়ক দূর্ঘটনায় নিহত দুই


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১০ মার্চ ২০১৬

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে আমিনবাজার ও হেমায়েতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  সকালে আমিনবাজারে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক প্রতিবন্ধিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল ১০টায় হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা জনসেবা পরিবহণের যাত্রীবাহী একটি বাসের চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়। এসময় স্থানীয়রা বাস চালককে আটক করে পুলিশে দেয়।     

সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মরদেহ দুইটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  পাঠিয়েছে ।

এদিকে, আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের পুকুরপাড় এলাকায় ইফাদ গ্রুপের একটি কার্গো চাপায় স্থানীয় কন্টিনেন্টাল গার্মেন্টসের পিয়ারী বেগম নামের এক শ্রমিক আহত হয়েছে।  তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা  বিশমাইল-জিরোবো সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে। পরে শিল্প পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আল-মামুন/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।