ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ফজলুল হক খানের মৃত্যু


প্রকাশিত: ১০:২৩ এএম, ১০ মার্চ ২০১৬

একাত্তর মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ফজলুল হক খান আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বুধবার (৯ মার্চ) বেলা ১২ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

পেশাগত জীবনে তিনি গণপূর্ত অধিদফতরের উপ-প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। আশির দশকে তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু’র পিতা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।