নলছিটি থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ এএম, ১০ মার্চ ২০১৬

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার আ. রকিব নিশ্চিত করেছেন।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত নলছিটিতে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিলো তা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াসহ নানা অভিযোগে ওসি মাকসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়।

গত ২১ সেপ্টেম্বর ২০১৫ সালে তিনি নলছিটি থানার ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।