চট্টগ্রামে তিন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৬ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (২৬ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরাতন চান্দগাঁও থানা এলাকার নুরুজ্জামান নাজির সড়কের আল আমিন আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে। তিন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

আটকরা হলো, চান্দগাঁও থানাধীন ৪নম্বর ওয়ার্ড নুরুজ্জামান নাজির বাড়ির বখতিয়ার মিয়ার ছেলে ইখতিয়ার হোসেন মাসুদ (১৯), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাগর (২০) ও দর্জি পাড়া কামাল মাষ্টারের বাড়ির আবদুল গফুরের ছেলে মো. হাসান মুরাদ ওরফে জিহাদ (২২)। এসময় পুলিশ তাদের পকেট থেকে তিনটি ধারালো টিপ ছোরা ও ছিনতাইকৃত দুই হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল আমিন আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় ভিকটিম দুই ভাইয়ের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই হাজার টাকা ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী। এসময় ভিকটিমদের চিৎকার করা শুরু করলে আশপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে ধরে ফেলেন। এসময় কৌশলে এক ছিনতাইকারী পালিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন বিষয়টি থানাকে জানালে পুলিশ গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।