কমতে পারে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৭ মে ২০২৩
ছবি: মাহবুব আলম

গত কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এছাড়া বাড়তে পারে তাপমাত্রা।

শুক্রবার (২৬ মে) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার। এদিনে ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকায় ১০২ কিমি বেগে কালবৈশাখী

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, শনিবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এসময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এএএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।