রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০১৬

রাজধানীর কল্যাণপুর ও যাত্রাবাড়িতে পৃথক সড়ক ঘটনায় দুই পথচারী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে দারুস সালামের টেকনিক্যাল এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান হাবীবুল্লাহ (২৩) নামে এক যুবক।

অন্যদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে তেল পাম্পের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়।  
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, নিহত হাবীবুল্লাহ পাবনার ঈশ্বরদী উপজেলার রবিউল আলমের ছেলে। আদ-দ্বীন হাসপাতালে ব্রাদার হিসেবে তিনি চাকরি করতেন।

শুক্রবার ভোরে একটি ট্রাক হাবীবুল্লাহকে বহন করা রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা চালকসহ রাস্তায় ছিটকে পড়ে হাবিবুল্লাহ। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৬টার দিকে চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। তবে রিকশা চালকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
 
অন্যদিকে, যাত্রাবাড়ীর মাতুয়াইলে সিএনজি চালিত অটোরিকশাকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে যাত্রী ও চালক কাল্লু মিয়া গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয়  ওই যাত্রী (পুরুষ) মারা যান।

জেইউ/এমএমজেড/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।