রাজশাহীতে ট্রাকচাপায় যুবক নিহত
রাজশাহীর পবায় ট্রাকচাপায় রাজন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। এ ঘটনায় ট্রাক চালক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে রাজন ও জীবন মোটরসাইকেলে করে নওহাটা বাজারে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। ঘটনার পর রাজন ও জীবন ট্রাকের নিচে পড়ে গেলেও চালক ট্রাক না থামিয়ে তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই রাজন মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করে। বর্তমানে চালককে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক চালক মনিরুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি