ইবির আরবি বিভাগের রজতজয়ন্তী উদযাপন


প্রকাশিত: ১০:৪০ এএম, ১২ মার্চ ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় অনুষদ ভবনের সামনে থেকে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ-মিছিল বের হয়। পরে শোভাযাত্রাটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

এর আগে সকাল ১০টায় অনুষদ ভবনের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।

IU-PIC-12-arabic

বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক ড. কামরুল হাসান ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও শিক্ষার্থীদের পরিচালানায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।