রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুজন (৩২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের সহকর্মী উজ্জল হোসেন বলেন, শফিকুল নির্মাণ শ্রমিকের সহযোগী হিসাবে আমাদের সঙ্গে কাজ করতেন। কদমতলী সাদ্দাম মার্কেটে এলাকার একটি পাঁচতলা ভবনের তিনতলায় আমরা ছয়জন মাঁচান বেঁধে ওয়ালের প্লাস্টারের কাজ করছিলাম। ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে ইলেকট্রিক লাইনের তার গেছে। কাজ করার সময় অসাবধানতাবশত দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তিনি বলেন, পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআরএম/এএসএম