এবার লোহার কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৫


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ মার্চ ২০১৬

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কয়েকটি মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কদমতলী এলাকায় একটি লোহা গলানোর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিল্লাল (২৫), এনামুল (২৮), মিজানুর রহমান (২৯), মজিবুর রহমান (২৭) ও রুবেল (২৬)।

শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক, শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন ৮ নম্বর টিনশেড বাড়িতে হালিম মলডিং ওয়ার্কশপ নামে একটি কারখানায় হাউড্রোলিক ওয়েল সিলিন্ডার বিস্ফোরণে কারখানাটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে কারখানার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। পুরো টিনশেড বাড়িটি দুমড়ে মুচড়ে গেছে বলেও আহতদের স্বজনদের বরাত দিয়ে জানান তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবারই অবস্থা আশংকাজনক।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।