আইএফআইসির নতুন সেবা আমার একাউন্ট


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ মার্চ ২০১৬

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নিতে আমার একাউন্ট নামে নতুন সেবা চালু করেছে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক।

শনিবার আইএফআইসি ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  শাহ এ সারওয়ার।

‘সুবিধা যেমনই চাই হিসাব একটাই’ -এই স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো চালু হওয়া ব্যতিক্রমী এই সেবায় সঞ্চয় (ডিপোজিট) ও ঋণ (লোন)-সহ সব ধরণের ব্যাংকিং সেবা একই একাউন্টে পরিচালিত হবে। এতে একই গ্রাহক নানা ধরণের একাউন্ট পরিচালনা করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এম. এম. হাইকেল হাশমী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেশন্স অফিসার রায়হান উল আমীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্র্যাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ বিজনেস শাহ মো. মইনউদ্দিন, ইভিপি ও হেড অফ রিটেইল ব্যাংকিং ফেরদৌসী বেগম প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।