ইয়াবা উদ্ধারের মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন দণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৮ জুন ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ১৯ হাজার সাতশ ইয়াবা উদ্ধারের মামলায় মো. জহির (৩৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জুন) সকালে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জহির কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইউসুফের ছেলে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় ১৯ হাজার সাতশ ইয়াবাসহ মো. জহিরকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করে র্যাব। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।