ঢাকা-টঙ্গী রুটে ডেমু ট্রেন উদ্বোধন


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

টঙ্গী রেলস্টেশনে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলমন্ত্রী মজিবুল হক। ফিতা কেটে মঙ্গলবার সকালে অনুষ্ঠানিকভাবে আরও এক জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্য দেশের রেল সড়ককে আধুনিকায়নে ঢেলে সাজানো হচ্ছে।’

তিনি বলেন, ‘উন্নয়নের এ ধারাবাহিকতায় রাজধানীর লাগোয়া অফিসগামী ও বিভিন্ন চাকুরীজীবী যাত্রীদের চাহিদার বিপরীতে ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে আরও একজোড়া ডেমু ট্রেন সার্ভিস চালু করেছে সরকার।’

জানা যায়, ৬০০ যাত্রী ধারণক্ষমতার চীন থেকে আমদানি করা ট্রেন দুটি টঙ্গী থেকে সকাল ৭.৪০ মিনিটে ও ঢাকা থেকে ৫.২৫ মিনিটে সপ্তাহের শুক্রবার বাদে বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে প্রতিদিন চলাচল করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।