বাসের ধাক্কায় জাবি ছাত্রলীগ নেতা আহত : গাড়ি ভাঙচুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বাসের ধাক্কায় আহত হওয়ার ঘটনায় ৪টি বাস ভাঙচুর করেছে তার অনুসারীরা। শনিবার বিকেল সাড়ে চারটা দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন সাভার-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের উপস্থিতিতে শহীদ সালাম বরকত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীরা মহাসড়কে চলাচলকারী ভিলেজ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো জ- ১৪-২৩১৩, ১১-০২৯৮, ১৪-০৩৮৬, ১১-০৫৪৭) চারটি বাসে ভাংচুর চালায়।
এদিকে এই ভাঙচুরের ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাস কর্তৃপক্ষ।
জানা যায়, বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী রেজাউল করিম দেহলভী মোটরসাইকেলে করে সাভার থেকে আসছিলেন। পথিমধ্যে রেডিও কলোনিতে একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের অনুসারী বিশ্ববিদ্যালয় গেটে থাকা চারটি বাসে ভাঙচুর চালায়।
এবিষয়ে চালকের সহকারী রাকিব হাসান বলেন, ‘শুনেছি কোন একটা গাড়ি একজনকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। কিন্তু আমাদের গাড়ি ডেইরী গেটে আসলে আচমকা কয়েকজন মিলে ভাংচুর শুরু করে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাস ড্রাইভার ও মালিক সমিতির এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চারটি গাড়িতে ভাংচুরের কারণে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে চারটি গাড়ির ভেঙে যাওয়া প্রতিটি সামনের গ্লাসের মূল্য ৩০ হাজার টাকা করে।
গাড়ি ভাংচুরের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, ‘আমি আহত হয়েছি শুনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে গাড়ি ভেঙেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।
হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি