দেশের হয়ে ব্যর্থ ডি ভিলিয়ার্স!
ব্যাট হাতে একের পর এক তাণ্ডবে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন সবচেয়ে কম বলে ফিফটি-সেঞ্চুরি-সার্ধশত; এ তিনটি রেকর্ডেরই মালিকই তিনি। আইপিএলেও স্বমহিমায় রয়েছেন প্রোটিয়া এই তারকা। তবে দেশের হয়ে টি-টোয়েন্টিতে ততটা উজ্জ্বল না এই ব্যাটসম্যান। আসুন তথ্য এবং পরিসংখ্যান দিয়ে বিষয়টা বুঝিয়ে দেওয়া যাক।
এবি ডিভিলিয়ার্স আইপিএলে খেলেছেন মোট ৯৩ ইনিংস। সেখানে তিনি রান করেছেন ২৫৭০। গড় ৩৬.৭১। আর সেখানে তার স্ট্রাইক রেট ১৪৪.৮৭। ৩০ এর বেশি রান করেছেন ৩৪ বার।
আইপিএলে সফল হলেও দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ততটা উজ্জ্বল না এই ব্যাটসম্যান। দেশের হয়ে এ পর্যন্ত ৬৪ টি ইনিংস খেলে রান করেছেন ১২৫৮। গড় মাত্র ২২.৮৭। আর স্ট্রাইক রেট ১২৮.৮৯। এখানে এবি ৩০-এর উপর রান করেছেন মাত্র ১৫ বার! যা ডি ভিলিয়ার্সের সাথে বড্ড বেমানান।
এমআর/এমএস