নির্বাচনী হাওয়ায় ভাসছে কোটচাঁদপুরের ৫টি ইউপি


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৩ মার্চ ২০১৬

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠছে পাড়া মহল্লার অলিগলি। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের কোটচাঁদপুরের ৫টি ইউপিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

জানা গেছে, কোটচাঁদপুরের ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ১৬২ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি। ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০হাজার ৮৪৭জন এবং নারী ভোটার রয়েছে ৪০ হাজার ৩৫২ জন।

এদিকে সাবদালপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান অভিযোগ করে বলেন, ভোট যতই এগিয়ে আসছে প্রতিটি ইউনিয়নে সাধারণ ভোটারদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীদের হুমকি ধামকির মাত্রা দিনে দিনে বাড়ছে। যে কারণে ভোটাদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে।

এ অভিযোগের বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী শাহাজাহান আলী বলেন, জননেত্রী শেখ হাছিনা ভোট ও ভাতের রাজনীতি করেন। আমরা তার এ আশা আকাঙ্খা বাস্তবায়নে রাজনীতি করি। অতএব আমরা হুমকি ধামকিতে বিশ্বাসী নয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটুকু বলতে পারি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।