বরগুনায় ৩০টি বোমা উদ্ধার


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৩ মার্চ ২০১৬

বরিশাল থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১২ টার দিকে বেতাগী উপজেলার কালিকাবাড়ি লঞ্চঘাটে এমভি ইমা নামের একটি লঞ্চের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি ইমা নামের লঞ্চে বেশ কিছু বোমা আছে এমন সংবাদের ভিত্তিতে লঞ্চটি কালিকাবাড়ি টার্মিনালে আসলে তল্লাসী চালায় পুলিশ। এসময় একটি প্লাষ্টিকের ব্যাগে প্রায় ৩০ টি টেপ পেচানো বোমা সদৃশ কৌটা পাওয়া যায়। পরে সেগুলো দুপুর ২ টায় বেতাগী থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরীক্ষার পরে এগুলো কোন ধরনের বোমা তা নিশ্চিত করে বলা যাবে। এছাড়া আসন্ন ইউনিয়ন নির্বাচনে আতঙ্ক তৈরি করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে বলেও তিনি জানান।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।