নকল ফ্যান-কয়েল-নুডুলস তৈরি

অনুমোদনহীন ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৬ জুন ২০২৩

অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল ও ভেজাল নুডুলস উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জুন) বিকেলে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

jagonews24

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর শ্যামপুর, কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধি উপস্থিতি ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত এসব এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল ও ভেজাল নুডুলস উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেন।

jagonews24

যার মধ্যে মেসার্স বি কে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা, মোতালেবস্ ইলেকট্রিক ওয়্যার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা, ইয়ামিন ফুড প্রোডাক্টসকে নগদ ১ লাখ টাকা, এস আর আর ক্যাবলসকে ২ লাখ টাকা, জুয়েল ফ্লেক্সিবল ক্যাবল ইন্ডাস্ট্রিকে ২ লাখ টাকা ও জে টি এস ক্যাবল ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ জব্দ ও ৫০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল ও ভেজাল নুডুলস উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।