আরো এক সপ্তাহ দায়িত্ব পালন করবেন সানাউল হক


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ মার্চ ২০১৬

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সদ্য পদত্যাগ করা সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক আরো এক সপ্তাহ তার দায়িত্ব পালন করবেন। মূল কর্মস্থলে ফিরিয়ে নেয়ার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করতে হবে তাকে। সিভিল অ্যাভিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে সিভিল অ্যাভিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলেও তিনি এখনো দায়িত্বভার গ্রহণ করেননি।

এর আগে রোববার সকাল ১১টার দিকে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক প্রত্যাহার করা হয়।

সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের সূত্র ধরে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে প্রত্যাহার করা হয়। তার জায়গায় নিয়োগ দেয়া হয় এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে।

নাম প্রকাশ না করার শর্তে সিভিল অ্যাভিয়েশনের সাবেক একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করলেও প্রকৃতপক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় আন্তর্জাতিক মানের নয়, তাতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, যুক্তরাজ্য বার বার তাগিদ দিলেও সিভিল অ্যাভিয়েশন সে ঘাটতি পূরণে পাঁচ মাসেও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এমনকি যুক্তরাজ্য সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ হবার পরও টনক নড়েনি সিভিল অ্যাভিয়েশনের।

এদিকে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পশ্চিম পাশের এয়ারসাইট পরিদর্শনের সময় দেখা যায় সেখানে হাজারো লাগেজের স্তূপ পড়ে আছে, যা রীতিমতো নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছে যুক্তরাজ্য।
 
এ বিষয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, খোলা আকাশের কার্গো পড়ে থাকা শুধু শাহজালালে নয় পৃথিবীর অনেক দেশের বিমানবন্দরে এমন চিত্র দেখা যায়। সিঙ্গাপুরে তো প্রায়ই দেখা যায় মালামাল বাইরে পড়ে থাকতে। ব্রিটিশরা এ নিয়ে কোন প্রশ্ন তোলেনি। বিষয়টিকে দুঃখজনক বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্য তিন মাস ধরে তাগিদ দেয়ার পরও সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি সিভিল   অ্যাভিয়েশন। ইতোমধ্যে একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। আর সিভিল অ্যাএভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে প্রত্যাহরের সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই সংস্থার রিপোর্টের ভিত্তিতেই।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।