নারায়ণগঞ্জে নিট কম্পোজিট গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি নিট কম্পোজিটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে জালকুড়ি উত্তরপাড়া এলাকায় ভিবজিঅর নিট কম্পোজিট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত্র হয়।
এ সময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়। পরে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জের ৪টি ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সূতা, কাপড় ও মেশিনারিজসহ প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে নিট কম্পোজিটের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান দাবি করেন।
এলাকাবাসীরা জানায়, রোববার রাত দেড়টার দিকে হঠাৎ করে গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হূতের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
শাহাদাত হোসেন/এসএস/এমএস