টাকা চুরিতে সম্পৃক্তদের জনসম্মুখে শাস্তি দাবি হাফিজের


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৪ মার্চ ২০১৬

রিজার্ভের আটশ কোটি টাকা চুরিতে জড়িতদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর(অব.)হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

‘বিএনপির জাতীয় কাউন্সিল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউথ ফোরাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা মো. আতিকুজ্জামান।

হাফিজ বলেন, দেশের ১৬ কোটি মানুষ আজ সরকারের কাছে জিম্মি। এত বড় ঘটনা ঘটে গেল অথচ সরকার এ নিয়ে স্পষ্ট কিছু বলছে না। বিষয়টি খু্বই দুঃখজনক।

তিনি ক্ষোভ প্রকাশ করে  বলেন, পিতাকে পুত্র খবর না দিয়েই সব নিয়ে গেছে। দু` মাস আগে ৮শ’ কোটি টাকা লুট হলো অথচ অর্থমন্ত্রী কিছুই জানেন না। তিনি জানলেও কিছুই করতে পারবেন না এটাও সংশ্লিষ্টরা জানতো।

দেশে লুণ্ঠনতন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, হলমার্ক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের পর এবার জনগণের কষ্টের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়েছে।  

মেজর হাফিজ আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের নামের তালিকা যাচাই করেলেই টাকা চুরির ঘটনায় নেপথ্যদের পাওয়া যাবে ।

এমএম/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।