দেবাশীষ বিশ্বাসের ছবিতে তমা মির্জা


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৪ মার্চ ২০১৬

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ছবির নাম ‘চল পালাই’। এটি পরিচালনা করবেন দেবশীষ বিশ্বাস। ছবিতে তমার বিপরীতে থাকবেন ‘দেশা- দ্য লিডার’ খ্যাত নায়ক শিপন মিত্র। সঙ্গে আরো দেখা যাবে শাহারিয়াজকে।

জাগো নিউজকে তমা মির্জা বলেন, ‘ভীষণ ভালো লাগছে দেবাশীষ দাদার ছবিতে কাজ করতে যাচ্ছি এটা ভেবে। ছবির গল্পটি মূলত ত্রিভুজ প্রেমের। ছবিতে শিপনকে নিয়ে পালিয়ে যাওয়ার পথে দেখা হয় শাহরিয়াজের সঙ্গে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। কাহিনিটা একেবারে ভিন্ন।’

‘চল পালাই’ ছবিটির শুটিং শুরু হবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে এবং মুক্তি দেওয়া হবে চলতি বছরে- এমনটাই জানিয়েছে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি।

এদিকে, তমা বর্তমানে রয়েল খান পরিচালিত ‘গেম রিটানর্স’ ছবিতে কাজ করছেন। সেখানে তমার নায়ক নিরব। ছবির কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসেই মালয়েশিয়াতে এ ছবির কয়েকটি গানের চিত্রায়ন করা হবে।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।