নানিয়ারচরে সাবেক চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে ব্যক্তিগত কাজে সাপমারা নামে পাশের গ্রামের ইউপি মেম্বার প্রভাত চাকমার বাড়িতে যান পঞ্চানন চাকমা। তার দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও রাতেও ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন জানতে পারে যে পঞ্চানন চাকমাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে পঞ্চানন চাকমার পরিবারের লোকজন জানান, রোববার সকাল ১০টার দিকে সাপমারা গ্রামে যাওয়ার পর আর ফেরেননি তিনি। পরে ওখান থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে গেছে বলে জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বিষয়টি জানিয়েছি। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা নেই।
নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন, পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুববুল আলম বলেন, পঞ্চানন চাকমাকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় লিখিত কোনো অভিযোগ করেনি।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/এবিএস