গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৫ মার্চ ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২২) এবং একটি যাত্রীবাহী লেগুনা মহাসড়কের পাশের খাদে পড়ে এক অজ্ঞাত পরিচয়ের আরও এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। গোড়াই মহাসড়ক পুলিশ হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

গোড়াই মহাসড়ক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকা যাওয়ার পথে সোমবার রাত ১টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পোঁছালে বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক মারা যান। খবর পয়ে যুবকের মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে একই উপজেলার গোয়ালবাথান (ওভারব্রিজের পাশে) এলাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি লেগুনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের খাদে পড়ে একজন নিহত ও ২০জনের মতো আহত হয়েছেন। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।

আহতদের মধ্যে বাদশা মিয়া, নুরুজ্জামান, নুরুল ইসলাম, নুরে আলম, মজলেশ, হারুন, নুরুন্নবী, হালিম, এমদাদুলের নাম জানা গেছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে কালিয়াকৈরের বলিয়াদী যাওয়ার পথে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে যাত্রীবোঝাই লেগুনাটি সড়ক থেকে প্রায় বিশ ফুট নিচে খাদে পড়ে যায়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে পাঠায়।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।