হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত
হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং পুরাসুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাতেশ্বর গ্রামের জিয়াউর রহমান (২৭), বিজয়নগর উপজেলার পাঁচগাও গ্রামের মো. শরীফ মিয়া (৩৫) এবং নাছিরনগর উপজেলার নচলন্দপুর গ্রামের বাবুল মিয়া (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও আহত আনসার সদস্যরা জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আনসার ভিডিপি সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণের শেষ দিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ৩টি বাসযোগে ১৬৪ জন সদস্য সেখানে অংশ নিতে রওনা হন। সকালে তারা সুতাং পুরাসুন্দা এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে আনসার সদস্য বহনকারী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে ৪৫ জন আহত হন। তাৎক্ষণিক তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আনসার অ্যাডজুটেন্ট মাহবুবুর রহমান।
এখলাছুর রহমান খোকন ও কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/এমএস