চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৫ মার্চ ২০১৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে জহির আহম্মদ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজা নগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দক্ষিণ রাজা নগরের এক বাড়িতে চুরি করতে এসেছিল জহির। এসময় ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।  

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।