আগামীকাল ঢাকায় আসছেন ইরফান খান


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৫ মার্চ ২০১৬

প্রথমাবারের মত ঢাকায় আসছেন বলিউডের মোস্ট টেলেন্টেড অভিনেতা ইরফান খান। তার এই ঢাকা সফরের উদ্দেশ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’র নতুন ছবি ‘ডুব’-এ অভিনয় করা।

ফারুকী জানান, আগামীকাল বুধবার, ১৬ মার্চ সকালে ঢাকায় পা রাখবেন ইরফান খান। তবে শুটিংয়ে অংশ নিবেন ২০ তারিখ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে।

ফারুকী আরো জানান, ‘আমরা পরিকল্পনা করছি ১৯ মার্চ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবির প্রযোজক ও অভিনয়শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলনের। তবে এটি এখনো চূড়ান্ত নয়। প্রাথমিক পরিকল্পনা করেছি মাত্র।’

ফারুকীর ‘ডুব’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ, সহ প্রযোজক হিসেবে থাকছে ইরফান খানের আইকে কোম্পানি। ছবিটিতে  ইরফান খানের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তিশা ও ইরফান ছাড়াও ‘ডুব’ ছবিতে অভিনয় করবেন নাদের চৌধুরী, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র, ব্রাত্য বসু এবং আরো অনেকেই।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।