সীতাকুণ্ডে এক ব্যক্তির লাশ উদ্ধার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৫ মার্চ ২০১৬

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দীপক চন্দ্র দে (৬১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ঘোড়ামরা পাক্কা মসজিদের পাশের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার উপ পুলিশ পরিদর্শক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাক্কা মসজিদের পাশের একটি ঘর থেকে দীপক চন্দ্রের লাশ উদ্ধার করা হয়। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটি এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।  

জানা গেছে, মৃত দীপক চন্দ্র দে উপজেলা শাখা উদীচীর সাবেক সভাপতি ও স্থানীয় মেঘমল্লার নামের একটি ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

জীবন মুছা/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।