সিলেটে আবারও মাদরাসা ছাত্র নিখোঁজ


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৫ মার্চ ২০১৬
নিখোঁজ জুবেদ আহমদ

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার খাদিমনগরের দলইপাড়ায় জুবেদ আহমদ নামের ১০ বছরের এক মাদরাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার বাড়ি থেকে বের হয়ে একই গ্রামের মাহমুদুল হাসান হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। জুবেদ দলইপাড়া গ্রামের মৃত বিল্লাল আহমদের ছেলে।

নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গা খোঁজাখুঁজির পর জুবেদকে না পেয়ে চাচা শহীদ আহমদ গত রোববার শাহপরান থানায় একটি সাধারণ ডাইরী করেন।

শহীদ আহমদ জানান, জুবেদ দলইপাড়া মাহমুদুল হাসান মাদরাসায় হাফিজিয়া পড়াশুনা করছে। সে প্রত্যেক দিন বিকেলে বাড়িতে গিয়ে আবার মাদরাসায় যায়। ১২ মার্চ শনিবার জুবেদ আহমদ বিকেলে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিনি আরও জানান, বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় জুবেদের পরনে ছিল নীল রঙ্গের পাঞ্জাবী, ছাপার লুঙ্গি। তার গায়ের রং শ্যামলা, লম্বায় অনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

ছামির মাহমুদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।