নির্মাণাধীন ফ্লাট আকর্ষণীয় প্যাকেজে বিক্রির সুপারিশ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৫ মার্চ ২০১৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ শিগগিরই শেষ করে আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে বিক্রির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, এ,কে,এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশ নেন।
 
বৈঠকে সংসদ সদস্যদের নামে বরাদ্দকৃত ন্যামভবনের পুরাতন লিফট ও এসি পরিবর্তন করে যথাশিঘ্র নতুন লিফট ও এসি সংযোজনের সুপারিশ করা হয়।
 
কমিটি বিগত ৭ বছরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি সম্পত্তি হতে যে সকল অবৈধ দখলদার উচ্ছেদ করেছে তার তালিকা কমিটিতে পাঠানোর সুপারিশ করে।

এছাড়াও কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, নিম্ন আয়ের মানুষের এবং বস্তিবাসিদের জন্য প্রস্তাবিত ফ্লাট নির্মাণের পূর্বে নির্মাধীন এলাকার জলাবদ্ধতা নিরসন ও ময়লা অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এইচএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।