নিউইয়র্কে করিম উৎসব ও বৈশাখী মেলার লোগো উম্মোচন


প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৫ মার্চ ২০১৬

নিউইয়র্কে করিম উৎসব ও বৈশাখী মেলার লোগো উম্মোচন করা হয়েছে। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে এক সাংবাদিক সম্মেলনে লোগো উম্মোচন করেন উৎসব আয়োজক, যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও উৎসব কমিটির নেতারা।

উদ্যেক্তারা এ সময় এ মেলার অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা জানিয়ে বলেন, প্রতিবছরের মতো এবারো বাঙালি সংস্কৃতির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে এ বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে। তবে এ বছর বৈশাখী মেলার সঙ্গে বাংলাদেশের বাউল গানের পথিকৃৎ ও কিংবদন্তি শিল্পী শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

এবারের উৎসবের নাম দেয়া হয়েছে বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা ১৪২৩। মেলার টাইটেল স্পন্সর সিতারা এক্সক্লুসিভ ফ্যাশন বুটিক। এছাড়া গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন।

আগামী ১৭ এপ্রিল (রোববার) জ্যামাইকার সুসান বি. এন্থনি স্কুলে বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখ উপলক্ষে হিলসাইড অ্যাভিনিউতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া অতিথি আপ্যায়নে থাকবে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ।

"
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন জ্যামা্িকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও উৎসব কমিটির আহ্বায়ক ফকরুল ইসলাম দেলোয়ার, সদস্য সচিব রিজু মোহাম্মদ, উৎসব উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকা বসন্ত বাতাসের সম্পাদক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রেজাউল ভূইয়া।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর সিতারার স্বত্ত্বাধিকারী জগলুল হুদা, গ্রান্ড স্পন্সর রিয়েলস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গণি, প্রচার কমিটির চেয়ারম্যান এবিএম সালাউদ্দিন, উপদেষ্টা মঞ্জুর চৌধুরী, সমন্বয়কারী  মনির হোসেন, ছদরুন নূর, মেলা কিমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বেলাল চৌধুরী, ইজাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট কামরুজ্জামান প্রমুখ।

লিখিত বক্তব্যে করিম উৎসব ও বৈশাখী মেলার সদস্য সচিব রিজু মোহাম্মদ বলেন, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় বাংলাদেশি কমিউনিটি অনেক বড় এবং অগ্রসরমান। বাংলাদেশে গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী। এ উপলক্ষে এবারের বৈশাখী মেলার সঙ্গে আমরা যুক্ত করেছি বাউল শাহ আব্দুল করিম উৎসব। লোকসঙ্গীত বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই প্রবাসে, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রয়াস।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]