গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন জাফর উল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ জুলাই ২০২৩

গ্রেট ওয়ান পদে পদোন্নতি পেলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ। সোমবার (১০ জুলাই) তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৬ জুলাই রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

ওইদিন রাজশাহীর বিভাগীয় কমিশনার জাফর উল্লাহকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এখন সেই বদলির আদেশটি বাতিল হয়ে গেলো।

আরএমএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।