নাম পাল্টে ১৮ বছর আত্মগোপন

চট্টগ্রামের ১৬ মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১১ জুলাই ২০২৩

নাম পাল্টে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের ১৬ মামলার আসামি মো. ইলিয়াছ মিয়া। সোমবার নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে মহানগর হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা এ তথ্য জানান।

গ্রেফতার মো. ইলিয়াছ মিয়া খুলশী থানার লালখান বাজার হাইলেভেল রোডের তুলাপুকুর পাড় এলাকার রূপসা হাউজের মৃত হাজী রনজু ওরফে রমজু ওরফে রঞ্জু সওদাগরের ছেলে।

ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি ইলিয়াছ নগরীর ফলমন্ডি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। সে সুবাধে বিভিন্নজনের কাছ থেকে চেকের মাধ্যমে লোন নিয়ে আত্মগোপন করেন। পরে পাওনাদাররা তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এসব মামলায় নয়টিতে আদালত তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এছাড়াও চট্টগ্রাম, জয়পুরহাট এবং সাতক্ষীরার বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে আরও সাত মামলা বিচারাধীন। মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ১৮ বছর দেশ-বিদেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ইলিয়াছ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অবস্থান শনাক্ত করে সোমবার অভিযান চালিয়ে নাটের থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রামে আনা হয়। নাটোরে অবস্থানকালীন ইলিয়াছ নিজেকে মিয়া সাহেব ওরফে তুফান নামে পরিচয় দিতেন বলে জানান ওসি।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।