নালিতাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৬ মার্চ ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আ.লীগ ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে। মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থীর সভায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থকসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর ৬ টি নির্বাচনী প্রচার কেন্দ্র।

আহতদের মধ্যে কালিনগর গ্রামের মো. সোহরাবের ছেলে মো. আরিফ (২০), একই গ্রামের বদন সরকারের ছেলে আরিফ সরকার (২২), আক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন (২২) ও শিমুলতলা গ্রামের আলী হোসেনের ছেলে ইয়াকুব আলী (২০) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ ও স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ অভিযোগ করে বলেন, বাঘবের ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী। মঙ্গলবার রাতে বাঘবেড় বাজারে তিনি তার নির্বাচনী প্রচার কেন্দ্রের সামনে বক্তব্য রাখছিলেন। তখন আওয়ামীলীগ প্রার্থী আব্দুস সবুরের কর্মী সমর্থকরা তার সমাবেশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালালে অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনার পরে রাতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা কালিনগর, শিমুলতলা পল্লীবিদ্যুত, উত্তর রাণীগাঁও ও জাঙ্গালিয়াকান্দাসহ বেশ কয়েকটি এলাকায় তার নির্বাচনী প্রচার কেন্দ্র ভেঙে দেয় বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে আ.লীগ প্রার্থী আব্দুস সবুর জানান, ঘটনাটি দু:খজনক। তবে আমি যতটুক জেনেছি, রাত সাড়ে নয়টায় বাঘবের বাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উত্তপ্ত বক্তব্য প্রদানকালে হাবুল মিয়া নামে বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি তার বক্তব্যের প্রতিবাদ করেন।

এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় বিবাদ থামাতে গিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় হাবিবুর রহমান লিটন নামে আমার এক কর্মী আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. ফসিহুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেবো।

হাকিম বাবুল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।