ভিওআইপিতে ব্যবহৃত সিম বন্ধ না করলে ব্যবস্থা


প্রকাশিত: ০১:০২ পিএম, ১৬ মার্চ ২০১৬

ডাক ও টেলিযোগযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম চিহ্নিত করার তিন ঘণ্টার মধ্যে তা বন্ধ না করা হলে সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। বুধবার সচিবালয়ে মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফয়জুর রহমান চৌধুরী বলেন, আমরা জানি সব অপারেটরের সিম দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা হয়। সব অপারেটরদের জন্য একই আইন।

তিনি আরো বলেন, অপরাধীরা মনে করে সরকারি মালিকাধীন টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি করলে ধরা ছোঁয়া যাবে না, তা ঠিক নয়। এ বিষয়ে কোনো অপারেটরকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে টেলিটকের ভিওআইপি মনিটরিংয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

বৈঠকে এ সময় ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদসহ অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।