যুক্তরাজ্যের দুই সিকিউরিটি কোম্পানি ঢাকায়
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে ‘রেড লাইন সিকিউরিটি কোম্পানি’ এবং ‘কন্ট্রোল রিস্ক সিকিউরিটি ফার্ম’ নামে দুটি ব্রিটিশ সিকিউরিটি কোম্পানির প্রতিনিধি দল এখন ঢাকায়। মঙ্গলবার রাতে দুটি কোম্পানির পাঁচ সদস্যের পৃথক দুটি টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার অপারেশন এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অ্যাবসেক সেলের শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
রেড লাইন যুক্তরাজ্যের একটি শীর্ষ এভিয়েশন সিকিউরিট কোম্পানি। স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ডিটেকটর ট্রেস (ইডিটি) মেশিনসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় এই কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরের স্ক্যানিং মেশিন অপারেটরদের প্রশিক্ষণসহ নিরাপত্তা সংক্রান্ত একটি প্রজেক্টে কাজ করছে রেড লাইন। গত মাসে বেবিচকের ৩০ জন স্ক্যানিং মেশিন অপারেটরকে প্রশিক্ষণ দেয়ার জন্য রেড লাইনের একজন বিশেষজ্ঞ ঢাকায় আসেন বলেও জানা গেছে। যুক্তরাজ্যের এই দুটি কোম্পানি ছাড়াও আরো দুটি কোম্পানি ঢাকা আসবে।
সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনার পর তারা বিমানমন্ত্রী ও স্টিয়ারিং কমিটির সঙ্গে বৈঠক করবেন।
আরএম/এনএফ/আরআইপি