অটোরিকশা চালককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৬:১২ এএম, ১৭ মার্চ ২০১৬

সিএনজি চালিত অটোরিকশা চালকদের ধর্মঘটে গাড়ির জমা না দেওয়ায় চালকের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ১৩ ও ১৪ মার্চ ৭ দফা দাবিতে চালকদের ডাকে ধর্মঘট পালিত হয়। ওই ধর্মঘটে অংশগ্রহণকারী মোশারফ নামের চালককে সিএনজি মালিক আব্দুল কাদের আদাবর বিহারী ক্যাম্প বাজারে জমার টাকা দাবি করে। গাড়ী না চালিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে সশস্ত্র গুণ্ডা দিয়ে তার হাত পা ভেঙ্গে দেয়। বর্তমানে সে (মোশারফ) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

অবিলম্বে দুষ্কৃতিকারী মালিকসহ ওই গুণ্ডাবাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় মানবন্ধনে বক্তারা।

সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মাদ মোস্তফা, কেন্দ্রীয় নেতা কামাল আহমেদ, হারুন অর রশিদ, ওমর ফারুক প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।