ভোট ডাকাতির প্রস্তুতি চলছে : সংবাদ সম্মেলনে বিএনপি
ইউপি নির্বাচনকে সামনে রেখে সরকার দলের সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, মামলা, প্রশাসন ও নির্বাচন কমিশনের নিষ্ক্রীয়তার প্রতিবাদ জানিয়ে খুলনা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, এখন চলছে ভোট ডাকাতির পরিবেশ তৈরির প্রস্তুতি।
বৃহস্পতিবার দুুপুরে খুলনার কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু।
সম্মেলনে বলা হয়, আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে খুলনা জেলার ইউনিয়নসমূহে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে খুলনা জেলা ও মহানগর বিএনপি যৌথ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি গঠন করে। এই কমিটি গত ১০ দিন খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চল সফর করে দেখেছে যে আরও একটি ভোট ডাকাতির নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি চলছে।
নির্বাচনী কর্মকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দলীয় প্রার্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, মনোনয়ন পত্র ছিনতাই, বিএনপি প্রার্থীদের বাড়িতে বাড়িতে হামলা, নির্বাচনী সভায় হামলা, নির্বাচনী অফিস ভেঙে গুড়িয়ে দেয়া, প্রার্থীর গণসংযোগে অংশ নিতে বাধা, ভয়ভীতি প্রদর্শন, পোস্টার লাগাতে না দেয়া ও ছিড়ে ফেলার অসংখ্য ঘটনা ঘটলেও কোনো প্রতিকার নেই।
নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে স্বারকলিপি প্রদানসহ শতাধিক অভিযোগ দায়ের করা হলেও হয়নি কোনো তদন্ত ও ব্যবস্থা গ্রহণ বরং একাধিক প্রার্থী ও নির্বাচনী কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আহত চেয়ারম্যান প্রার্থী ও নির্বাচনী কর্মীরা হাসপাতালের বিছানায় শুয়েও মিথ্যা মামলার আসামি হয়েছেন।
সম্মেলনে বলা হয়, গত ২/১ দিনের মধ্যে রূপসায় আইচগাতিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী জুলুর বাড়িতে আওয়ামী প্রার্থী বাবুলের ভাই মদ্যপ অবস্থায় সন্ত্রাসীদের নিয়ে হামলা ও বটিয়াঘাটায় আমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম জনির উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
দিঘলিয়ার বিএনপি প্রার্থীর উপর হামলায় ১০ জন আহত হওয়ার পর নির্বাচনী কর্মকাণ্ড বন্ধ, তেরখাদায় চলছে সন্ত্রাস, ফুলতলার দামোদর ইউনিয়নে এক রাতে ৭ ওয়ার্ডে সকল অফিস ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। নির্বাচনী কর্মীরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।
সম্মেলনে প্রশ্ন রেখে বলা হয়, খুলনার সকল ইউনিয়ন নির্বাচন এলাকার জনগণ ভীত ও আতঙ্কগ্রস্থ। এই নির্বাচন কি নিরপেক্ষ হবে? ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবে?
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন প্রমুখ।
আলমগীর হান্নান/ এমএএস/এবিএস