বিমানবন্দরের নিরাপত্তার মূল নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৭ মার্চ ২০১৬

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে ব্রিটিশ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি (ব্রিটিশ) ওই প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হলেও, মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে বাংলাদেশের হাতে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল অবকাশে নারী বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

মেনন বলেন, আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে তারা একটি স্ট্যান্ডার্ন্ড ফরমেট তৈরি করে দিয়ে যাবে। এটি হবে প্রশিক্ষণ প্রিয়ড। বিমানবন্দরের কার্যক্রম এবং নিরাপত্তার বিষয়ে ভবিষ্যতে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হলেও মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে বাংলাদেশের কাছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য। ওইদিন দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় পূরণ করা হয়নি।

অন্তর্বর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে দেয়া হবে না। এর আগে গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করেছে।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।