এবার তাহসানের বিপরীতে শখ
জনপ্রিয় সংগীত তারকা তাহসান খানের মিডিয়াতে শুরুটা গানের মাধ্যেম হলেও নাটকেও তিনি এখন নিয়মিত। অভিনেত্রী আফসানা মিমির অনুরোধেই ২০০৪ সালে অভিনয়ে আসেন তাহসান। এরপর দর্শক জনপ্রিয়তার শীর্ষে থাকা নাটকে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
অন্যদিকে মডেল অভিনেত্রী আনিকা কবির শখ অভিনীত নাটক ও বিজ্ঞাপনে উপস্থিতি বরাবরই দর্শকের বাড়তি আগ্রহের বিষয়। ভক্তরাও মুখিয়ে থাকেন কখন শখের নতুন কাজ আসবে।
শোবিজের এই জনপ্রিয় দুই তারকাকে এবারই প্রথম একসাথে দেখা যাবে একটি নাটকে। নাম ‘তোমায় ভালোবেসে’। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করবেন মোর্শেদ রাকিন।
এ প্রসঙ্গে শখ বলেন, `নাটকের গল্পটি একেবারেই রোমান্টিক। ফেসবুকে একটি ছেলে একটি মেয়ের প্রেম-ভালো লাগা এবং এর শেষ পরিণতি নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে। আমার কাছে গল্পটি বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।`
শখ এও বলেন, `এবারই প্রথম তাহসান ভাইয়ের সঙ্গে একসাথে কাজ করতে যাচ্ছি। আশা করি সবমিলিয়ে আমাদের প্রথম কাজটি ভালো হবে।`
নির্মাতা মোর্শেদ রাকিন বললেন, `আগামীকাল এবং পরশু ঢাকার কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যাধারণ করা হবে এবং শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেল-এ প্রচার করা হবে।`
এনই/এসকেডি/পিআর