ইউপি নির্বাচন : দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ মার্চ ২০১৬

দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এলাকায় সুষ্ঠু পরিবেশ রাখতে ব্যর্থ হওয়ায় ও পক্ষপাতিত্বের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ইসির নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ও রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম। পরে তাদের বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ দুই জনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় বুধবার রাতে পুলিশ সদর দফতর ও বাগেরহাট পুলিশ সুপারের কাছে কমিশন থেকে নির্দেশনা পাঠানো হয়েছিল।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার রামপাল ও মোড়েলগঞ্জ উপজেলায় অংশ নেওয়া বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এ সব বিষয়ে প্রার্থীরা স্ব-স্ব থানার পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। কিন্তু পুলিশ এ সব অভিযোগের গুরুত্ব না দেওয়ায় ওই দুই উপজেলার নির্বাচনী পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। তাই তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পুলিশের আইজিপি ওই দুই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে নির্বাচনে মনোনয়ন জমাদানে বাধা দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।

আগামী ২২ মার্চ বাগেরহাটের ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

এইচএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।